News71.com
 International
 14 Oct 17, 10:35 AM
 132           
 0
 14 Oct 17, 10:35 AM

সোমালিয়ার রাজধানীতে গাড়িবোমা বিস্ফোরণ ।। নিহত ২০, আহত শতাধিক

সোমালিয়ার রাজধানীতে গাড়িবোমা বিস্ফোরণ ।। নিহত ২০, আহত শতাধিক

 

নিউজ ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের বাইরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আরো প্রায় শতাধিক লোক আহত হয়েছে। বড় ধরনের এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। শনিবারের এই বিস্ফোরণ শহরের কেন্দ্রস্থলের কাছে ঘটেছে। মোগাদিসুর এই এলাকায় সরকারি বিভিন্ন অফিস, হোটেল, রেস্তোঁরা রয়েছে। বিস্ফোরণে বেশ কিছু ভবনে ধস ও কয়েক ডজন গাড়িতে আগুন ধরে যায়।


বিস্ফোরণের পর ঘটনাস্থলের পাশের জনপ্রিয় সাফারি হোটেলের ভেতরে এবং বাইরে সশস্ত্র বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গোলাগুলির শব্দ পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে। বিবিসি বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। আল-কায়েদার অনুসারী স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সঙ্গে দেশটির সরকারি বাহিনী দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন