News71.com
 International
 26 Oct 16, 01:37 PM
 269           
 0
 26 Oct 16, 01:37 PM

বিশ্বব্যাপী চোরাচালান বিরোধী অভিযানে ৪৫০ মিলিয়ন ডলার ও ৩০০ আগ্নেয়াস্ত্র জব্দ ।।

বিশ্বব্যাপী চোরাচালান বিরোধী অভিযানে ৪৫০ মিলিয়ন ডলার ও ৩০০ আগ্নেয়াস্ত্র জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী চোরাচালান বিরোধী অভিযানে ৪৬০ মিলিয়ন ডলার এবং ৩০০ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে আন্তর্জাতিক পুলিশের সংস্থা ইন্টারপোল। অধিকাংশ ডলার এবং আগ্নেয়াস্ত্র মেক্সিকো থেকে  জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল কর্তৃপক্ষ ।

ইন্টারপোলের মহাসচিব জুয়েরজেন স্টক এক বিবৃতিতে জানিয়েছেন, চিমিরা কোড নামে ৪ সপ্তাহব্যাপী এই অভিযান শুরু হয় ১৯শে সেপ্টেম্বর। প্রাথমিক ভাবে ৭০টি দেশের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এক্সপ্রেস কুরিয়ার ও মেইল সেবা উপর ভিত্তি করে অপারেশন পরিচালিত হয় ।

অপারেশনে ছোট অস্ত্র, নগদ অর্থ, চেক, ট্রাভেলার্স চেক, বাহক বন্ড এবং পোস্টাল অর্ডারের অবৈধ পাচার রোধে গুরুত্ব দেওয়া হয়। বিশ্ব শুল্ক সংস্থার (ডব্লিউসিও) সঙ্গে সমন্বিত অপারেশন পরিচালনা কারী ফ্রান্স ভিত্তিক ইন্টারপোল জানায়, মেক্সিকোর টুলুকা থেকে কাস্টমস কর্মকর্তারা ৪৫০ মিলিয়ন ডলার জব্দ করেছেন। যা ইন্টারপোলের ইতিহাসে রেকর্ড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন