News71.com
 International
 30 Aug 16, 11:35 AM
 348           
 0
 30 Aug 16, 11:35 AM

সুদান সফরে মার্কিন দূত ।।

সুদান সফরে মার্কিন দূত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সুদান ও দক্ষিণ সুদান বিষয়ক মার্কিন বিশেষ দূত গতকাল থেকে খার্তুম ও যুদ্ধবিধ্বস্ত সীমান্তবর্তী ব্লু নীল রাজ্য সফর করছেন। আগামী বৃহস্পতিবার তার এ সফর শেষ হবে।

চলতি মাসের প্রথম দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দক্ষিণ সুদানের জন্যে অতিরিক্ত ১৩ কোটি ৮০ লাখ ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দেন। ২০১৩ সালের ডিসেম্বর থেকে চলা যুদ্ধের কারণে দক্ষিণ সুদানের প্রায় ২৫ লাখ লোক বর্তমানে বাস্তুচ্যুত। তাছাড়া দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যার জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কেরির বিশেষ দূত ডোনাল্ড বুথ ব্লু নীল রাজ্যে সরকারি কর্মকর্তা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার স্টাফদের সাথে সাক্ষাত করবেন। বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ সুদান রাষ্ট্রের অন্যতম সমর্থক যুক্তরাষ্ট্র সুদানী জনগণের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন