News71.com
 Health
 19 May 17, 11:53 AM
 1411           
 0
 19 May 17, 11:53 AM

চিকিৎসা বিজ্ঞানে একধাপ এগোল ভারত ।। প্রথম জরায়ু প্রতিস্থাপন হল পুনেতে  

চিকিৎসা বিজ্ঞানে একধাপ এগোল ভারত ।। প্রথম জরায়ু প্রতিস্থাপন হল পুনেতে   

হেলথ ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে আরও একধাপ এগিয়ে গেল ভারত । দেশে এই প্রথম জরায়ু প্রতিস্থাপন হল পুনেতে। গতকাল পুনের গ্যালাক্সি কেয়ার ল্যাপারোসকপি ইনস্টিটিউটে অস্ত্রোপচার করে জরায়ু প্রতিস্থাপন হয়। মায়ের অঙ্গ পায় মেয়ে। বরোদার বাসিন্দা ওই তরুণী জরায়ুর জটিল রোগে ভুগছিলেন। প্রায় ১২ ঘণ্টা ধরে ডাক্তার শৈলেশ পুনতামবেকার এবং ডাক্তার সঞ্জীব যাদবের নেতৃত্বে ১২জন চিকিত্সকের একটি দল অস্ত্রপচার করে মায়ের জরায়ু প্রতিস্থাপন করেন। অঙ্গদাতা অর্থাত্‍ মায়ের অবস্থা সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকেরা। তবে তরুণীকে রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। জটিল এই অস্ত্রপচারে সাফল্যের হার খুবই কম। হাসপাতাল সূত্রে খবর, সপ্তাহখানেক তরুণীকে রাখা হবে ICU -তে। এরপর আরও ১৫দিন তাঁকে কাটাতে হবে হাসপাতালে। এই সময় অঙ্গ ঠিক মতো কাজ করছে কিনা, তা দেখবেন চিকিত্সকেরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন