News71.com
 Health
 29 Apr 17, 01:33 PM
 1177           
 0
 29 Apr 17, 01:33 PM

ডায়াবেটিস রোগীদের মস্তিষ্ক সমস্যার ঝুঁকি অনেক বেশি

ডায়াবেটিস রোগীদের মস্তিষ্ক সমস্যার ঝুঁকি অনেক বেশি

স্বাস্থ্য ডেস্কঃ ডায়াবেটিস রোগীদের হার্ট ও কিডনির সমস্যাসহ নানা রকম জটিলতা হতে পারে। কিন্তু এবার বিশেষজ্ঞগণ ডায়াবেটিস রোগীদের মস্তিষ্কের সমস্যার ঝুঁকি রয়েছে এমন তথ্য দিয়েছেন। বিশেষজ্ঞগণ ৫০ জন ডায়াবেটিস রোগী, ৫০ জন ডায়াবেটিসসহ মেদবহুল রোগী এবং ৫০ জন সাধারণ স্বাস্থ্যবান রোগীর ওপর গবেষণা চালান। এসব ব্যক্তিদের প্রত্যেকের এমআরআই করানো হয়।

রিপোর্টে দেখা যায়, যাদের ডায়াবেটিস এবং শরীরের ওজন বেশি তাদের মস্তিষ্কে স্বাভাবিকের চেয়ে নানাবিধ অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি মেমোরি লস ও অন্যান্য সমস্যাও স্বাভাবিকের চেয়ে বেশি। এ ব্যাপারে বস্টনের ব্রাইহ্যাম এন্ড ওমেন্স হসপিটালের বিশেষজ্ঞ গবেষণার কো অথার ডঃ ডোনাল্ড সাইমনসন মনে করেন ডায়াবেটিসের কারণে যদি মস্তিষ্কের কোনো গঠনগত পরিবর্তন হয় তার নিরাময় সহজ নয়। তবে যদি কেহ ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে তাদের ডায়াবেটিসজনিত ক্ষতি ও জটিলতা অনেকখানি কম হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন