News71.com
 Entertaintment
 02 Oct 17, 12:05 PM
 958           
 0
 02 Oct 17, 12:05 PM

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য সিনেমা  

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য সিনেমা   

নিউজ ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তার নাটক ‘ডাকঘর’ অবলম্বনে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লুসি তৃপ্তি গমেজ।লুসি জানান, “প্রায় ৪৫ মাস এই ছবি নিয়ে কাজ করেছি। অবশেষে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আগামী ১৩ অক্টোবর সকাল ১১টায় দেখানো হবে ‘ডাকঘর’।” স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহ্দী আমীন আশরাফ শ্রাবণ, জাহাঙ্গীর আলম, ঝুনা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ইকবাল হোসেন, খালিদ মাহবুব তুর্য, শরীফ হোসেন ইমন, অপূর্ব রূপকথা, সৌমিত্র দেব, সতেজ চৌধুরী, সাদিয়া আফরোজ শিল্পী। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। চিত্রগ্রহণে ড্যানিয়েল ডেনি। সংগীত পরিকল্পনা ও কণ্ঠ কিম্বেল অভি, সংগীত বিন্যাসে বিবেক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন