News71.com
 Bangladesh
 28 Sep 17, 10:45 AM
 1026           
 0
 28 Sep 17, 10:45 AM

রোহিঙ্গা শরনার্থীদের জন্য জাহাজ ভরে ত্রাণ নিয়ে ভারতীয় জাহাজ চট্টগ্রামে

রোহিঙ্গা শরনার্থীদের জন্য জাহাজ ভরে ত্রাণ নিয়ে ভারতীয় জাহাজ চট্টগ্রামে

নিউজ ডেস্ক: মিয়ানমারে সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রথম জাহাজে করে ত্রাণ পাঠিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটি থেকে মালামাল খালাসের দায়িত্ব প্রাপ্ত লোকাল এজেন্ট এমএম ইস্পাহানি লিমিটেডের পিস এক্টিভিস্ট লোকপ্রিয় বড়ুয়া জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেজে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, গুঁড়োদুধ, ভোজ্য তেল ইত্যাদি রয়েছে।

ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান জাহাজে প্রবেশ করেছেন । তারা ভারতীয় নৌবাহিনীর এই বিশেষ কার্গো জাহাজে আনা মালামাল দেখছেন। কিছু সময়ের মধ্যে এই সকল ত্রান সামগ্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা রয়েছে ।উল্লেখ্য এর আগেও দুই দফা কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন