News71.com
 Bangladesh
 21 Sep 17, 08:46 AM
 1025           
 0
 21 Sep 17, 08:46 AM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৭ জন রোহিঙ্গা শরণার্থী চিকিৎসাধীন।।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৭ জন রোহিঙ্গা শরণার্থী চিকিৎসাধীন।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে ১২৭ জন রোহিঙ্গা শরণার্থী চিকিৎসাধীন রয়েছে। এদের অনেকে মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় আহত এবং নানাভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা পুলিশের মেডিকেল টিম ১-এর এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন,যারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তাদেরকে উখিয়া শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছে তারা যেন প্রয়োজনীয় চিকিৎসা,সেবা,ওষুধ ও খাবার সহ অন্যান্য সুযোগ-সুবিধা পান সে বিষয়ে চমেক হাসপাতাল কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিনি জানান,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোহিঙ্গা শরণার্থী রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করছি। প্রথম দিকে প্রথম হাত-পা কাটা,গুলিবিদ্ধ ও মাইনের আগুনে দগ্ধ রোহিঙ্গারা ভর্তি হয়েছেন। এখন গুরুতর আহত রোহিঙ্গা রোগীদের সংখ্যা কমছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন,আমরা রোহিঙ্গা রোগীদের অন্য দেশের মানুষ হিসেবে দেখছি না। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের দেখতে চাই। তাদের একজন মানুষ ও রোগী হিসেবে গণ্য করছি। পেশাদারিত্ব দিয়ে আমরা তাদের সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন