News71.com
 Bangladesh
 18 Sep 17, 06:29 AM
 933           
 0
 18 Sep 17, 06:29 AM

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ২।।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ২।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন,শামসুল আলম (৫৫) ও সৈয়দুল আমিন (২)। আজ সোমবার ভোররাতে কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল খায়েক জানান,ভোরে উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে একদল বন্যহাতি হামলা করে। এ সময় দুজন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এছাড়া পালাতে গিয়ে কয়েকজন আহত হন।

প্রসঙ্গত,গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা-পুলিশের ৩০টি তল্লাশি চৌকিতে হামলার পর নতুন করে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে প্রাণ বাঁচাতে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুরা। এ পর্যন্ত আশ্রয়প্রার্থী রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৪০ হাজার শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর জোট ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন