News71.com
 Bangladesh
 29 Aug 17, 07:06 AM
 1155           
 0
 29 Aug 17, 07:06 AM

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার নম্বার কর্তনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন।।

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার নম্বার কর্তনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন।।


নিউজ ডেস্কঃ দ্বিতীয়বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তনের প্রতিবাদে এবং সরকারের ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ২০১৬ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রখর রোদে এ মানববন্ধন করেন তারা।মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থী সামিয়া আজাদ জয়িতা,মো. রাকিব হোসেন,তাসনিম রহমান মিথিলা ও অমৃতা রায় বলেন,গত বছর তারা মেডিকেল কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন।

মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন।কিন্তু মেডিকেল কলেজে ভর্তির আশায় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নি। গত এক বছর ধরে তারা দ্বিতীয় বার মেডিকেল কলেজে ভর্তি প্রস্তুতি নিয়ে আসছেন। ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে দ্বিতীয়বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সরকারি সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন। এতে তাদের স্বপ্ন ভঙ্গ হবে। তারা সরকারের কাছে বৈষম্যমূলক নীতি বাতিল এবং মেডিকেল কলেজে ভর্তিচ্ছু সবার জন্য সমান সুযোগ দেওয়ার দাবি জানান। এদিকে মানববন্ধন উপলক্ষ্যে সদর রোডের অশ্বিনী কুমার হল এলাকায় তৎপর ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন