News71.com
 Bangladesh
 31 May 20, 06:01 PM
 190           
 0
 31 May 20, 06:01 PM

সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান॥প্রধানমন্ত্রী

সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান॥প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ আতঙ্কের মধ্যে দুই মাসেরও বেশি সময় বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান যে সহসাই খুলছে না, সেই বিষয়টি আবারো স্পষ্ট হলো সরকার প্রধানের বক্তব্যে।রোববার (৩১ মে) সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আমরা আসলে ধাপে-ধাপেই এগোতে চাচ্ছি। যাতে করে এই করোনাভাইরাস দ্বারা আক্রান্তের ঘটনা না ঘটে। কারণ এরা (শিক্ষার্থীরা) আমাদের ভবিষ্যৎ। কাজেই তাদের তো আমি ঝুঁকিতে ফেলতে পারি না। সে কারণেই এখন আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্মুক্ত করবো না। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে, তারপর পর্যায়ক্রমিক ভাবে আমরা সেগুলো তখন উন্মুক্ত করবো।

আজ একযোগে দেশের সব বোর্ডের ফল প্রকাশের এবারের আনুষ্ঠানিকতা ছিলো কিছুটা ভিন্ন। শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রী ডা. দীপু মণি বোর্ডের চেয়ারম্যান ও তাঁর কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় গণভবনে ডিজিটাল পদ্ধতিতে সুইচ চেপে মূল ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।এসময় প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না; এটা শুধু আমাদের না। সারা পৃথিবী জুড়েই আসলে এই অবস্থা। উন্নত দেশগুলোও এক্ষেত্রে যে অবস্থায় আছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোও একই অবস্থায় চলে আসতে হয়েছে। এসময় পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন