News71.com
 Bangladesh
 16 Oct 17, 06:36 AM
 225           
 0
 16 Oct 17, 06:36 AM

প্রাণঘাতী গেমের লিংক ও রাত্রিকালীন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।।

প্রাণঘাতী গেমের লিংক ও রাত্রিকালীন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।।

নিউজ ডেসজঃ ব্লু হোয়েলসহ এ জাতীয় সকল প্রাণঘাতী গেমের ইন্টারনেট গেটওয়ে লিংক ছয় মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার এই সময়ের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন আজ সোমবার এ আদেশ দেন। আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু হোয়েল গেমের সকল লিংক বন্ধের নির্দেশনা চেয়ে আগামীকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনকারীগণের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন,এটি একটি মরণঘাতী গেম। এই গেম অবশ্যই বন্ধ করা উচিত। এটি করা না হলে কিশোর-কিশোরীরা আসক্ত হবে। ধ্বংস হবে তরুণ সমাজ। সুপ্রিম কোটের্র আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার,অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন রিট আবেদনটি করেন। ঢাকার এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এই ইন্টারনেট গেমকে দায়ী করার পর দেশজুড়ে বিষয়টি আলোচনায় উঠে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন