News71.com
 Bangladesh
 14 Oct 17, 10:49 AM
 152           
 0
 14 Oct 17, 10:49 AM

মিথ্যাচারের অভিযোগে আইনমন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

মিথ্যাচারের অভিযোগে আইনমন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হল মিলনায়তনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত বিচার বিভাগ ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায় । গয়েশ্বর বলেন প্রধান বিচারপতি ক্যানসার আক্রান্ত বলে দেশবাসীকে জানিয়েছিলেন আইনমন্ত্রী। বলেছিলেন কোনো চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়নি। তিনি ক্যানসারসহ নানাবিধ রোগে আক্রান্ত। তাঁর বিশ্রামের প্রয়োজন। এ জন্য তিনি এক মাসের ছুটি চেয়েছেন। কিন্তু বিদেশ যাওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি নিজেই সাংবাদিকদের বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। এমন মিথ্যাচারের অভিযোগে আমরা আইনমন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি।

গয়েশ্বর রায় আরও বলেন দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। দেশের যেকোনো সংকটের সমাধানের প্রধান উৎসস্থল বিচার বিভাগ। আজ বিচার বিভাগকে পুরোপুরি কুক্ষিগত করতেই সরকার প্রধান বিচারপতিতে জোর করে দেশত্যাগে বাধ্য করেছে। প্রধান বিচারপতিকে নিয়ে যত নাটকই হোক না কেন, দেশের মানুষ সবই বোঝে। প্রধান বিচারপতি দেশের বাইরে যাওয়ার আগে নিজেই আসল কথা বলে দিয়েছেন। তিনি বলেন, বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেলে দেশের চলমান সংকটের আর উত্তরণ ঘটবে না। তাই দেশ ও দেশের মানুষের স্বার্থেই যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতার রক্ষা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন