News71.com
 Bangladesh
 14 Oct 17, 10:32 AM
 1040           
 0
 14 Oct 17, 10:32 AM

কক্সবাজারে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ

কক্সবাজারে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ

নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ার উপকূলীয় উজানটিয়ায় স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে মুদাচ্ছের মুরাদ (৩৯) নামে এক শিক্ষককে মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের সুতারচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত মুদাচ্ছের ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক । আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত শিক্ষক মুদাচ্ছের মুরাদ জানান, বিদ্যালয়ের কিছু জায়গা দীর্ঘদিন ধরে জবর-দখল করে রেখেছেন দাতা সদস্য আনোয়ার। বিদ্যালয়ের জায়গা উদ্ধারের জন্য তিনি জনস্বার্থে গত কয়েক মাস আগে পেকুয়ার ইউএনও’র কাছে লিখিত আবেদন করেছেন। বর্তমানে আবেদনটি তদন্তাধীন রয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে দাতা সদস্য আনোয়ারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ে প্রবেশ করে তার ওপর হামলা করে। এ সময় তিনি বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন।

 

তিনি আরও জানান, দুর্বৃত্তরা প্রথমে শ্রেণিকক্ষে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তিনি বাধা দিতে চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। এতে তার একটি কান কেটে রক্ত প্রবাহিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ারের মুঠোফোনে যোগযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন