News71.com
 Bangladesh
 12 Oct 17, 10:24 AM
 172           
 0
 12 Oct 17, 10:24 AM

আগামী ১৬ অক্টোবর থেকে কমনওয়েলথ আইনমন্ত্রী সম্মেলন শুরু।।

আগামী ১৬ অক্টোবর থেকে কমনওয়েলথ আইনমন্ত্রী সম্মেলন শুরু।।

নিউজ ডেস্কঃ প্রযুক্তির মাধ্যমে আইনের শাসন শক্তিশালী করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকায় চার দিনব্যাপী কমনওয়েলথ সদস্য রাষ্ট্রসমূহের আইনমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সম্মেলনে কমনওয়েলথ এর ৫২টি সদস্য রাষ্ট্রের আইনমন্ত্রী,অ্যাটর্নি জেনারেল এবং পদস্থ কর্মকর্তারা যোগ দিবেন। কমনওয়েলথ এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন,আইন সংস্কারে জঙ্গিবাদ,জলবায়ু পরিবর্তন,বাল্য বিবাহ এবং সাইবার ক্রাইমের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের জন্য সহায়ক হবে।

মহাসচিব বলেন,কমনওয়েলথ দীর্ঘদিন ধরে আইনের খসড়া,আইন সংশোধন এবং আইন সংস্কারের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে মৌলিক সহায়তা দিয়ে আসছে। সম্মেলনে মন্ত্রীরা ত্রাণ সংস্থা এবং আমদানি-রফতানি এবং জরুরি বিষয়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় ও পরে ত্রাণ তৎপরতায় সহায়তা প্রদানে আইনগত কাঠামোর ওপর বক্তব্য রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন